বুধবার, ২০ এপ্রিল, ২০১৬

তপু-নূপুর(১) তপু+আনিলা-নূপুর(২)

এক পায়ে নূপুর,তোমার অন্য পা খালি
এক পাশে সাগর,এক পাশে বালি

আমার ছোট তরী,বলো,যাবে কি?
বলবো না,আকাশের চাঁদ এনে দেবো
বলবো না,তুমি রাজকন্যা
শুধু জিগ্যেস করি
দেবে কি পাড়ি,হোক,যত ঝড় বন্যা?

এক পায়ে নূপুর,তোমার অন্য পা খালি
এক পাশে সাগর,এক পাশে বালি
আমার ছোট তরী বলো যাবে কি?
আমার ছোট তরী,বলো,যাবে কি?

নয় মিছে আশা,নয় শুধু ভালবাসা
নই অকারণ প্রেমে অন্ধ
জানি,তুমি আমি আমাদের তরী,আজও এক বন্ধুত্ব

আমার ছোট তরী বলো যাবে কি?
আমার ছোট তরী,বলো,যাবে কি?

চাঁদের আলো আজ
যদি ভাল লাগে,কাল হয়ে যায় ঝাপসা,
আমার এ তরী যদি চলে যায়
ফিরে আর আসবে না,
যত ভালবাসো তারে
দূরে রয়ে যাবে,তুমি জানো না।

এক পায়ে নূপুর,তোমার অন্য পা খালি
এক পাশে সাগর,এক পাশে বালি
আমার ছোট তরী বলো যাবে কি?
আমার ছোট তরী,বলো,যাবে কি?

মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০১৬

এই কি বেশী না? তপু(যাত্রী)

তুমি চাও রোদ্দুর, আমি চাই আকাশ মেঘলা
খোঁজো পূর্ণিমা, বলি,চাঁদ ডুবে যাক না
ছুটে চল একা দূরে, আমার ইচ্ছে করেনা
দুজনেই দুজনাকে চাই তবুও নিজেদের আজ কেউ চাইনা।
মেলেনা, আজ কিছু মেলেনা
ভালোবাসা বাঁচতে চাওয়া ছাড়া;
এদুটোই মিলে যায়, বসে একা ভাবি তাই
এইকি বেশি না? এইকি বেশি না?
বলো,এইকি বেশি না? আজ এইকি বেশি না?

ঘুমন্ত শহর, তুমি আমি জেগে একলা
আমি বলি প্রেম, তুমি বলো বন্ধুত্ব এটা
গল্প চলে এগিয়ে, এইতো আছি বেশ;
ভাবছি নাতো আজ, হলে হোক তা শেষ
মেলেনা, আজ কিছু মেলেনা
ভালোবাসা বাঁচতে চাওয়া ছাড়া
এদুটোই মিলে যায়, বসে একা ভাবি তাই
এইকি বেশি না? এইকি বেশি না?
বলো,এইকি বেশি না? আজ এইকি বেশি না?

সোমবার, ১৮ এপ্রিল, ২০১৬

ভূমি-ওরম তাকিও না

অ্যালবামঃ পাল ছুটছে
...........................................

ওরম তাকিও না, আমি কেবলা হয়ে যাই
আমার চোখের ভাষা যায় হারিয়ে
আমার হৃদয় কাঁপে, পরিস্থিতির চাপে
তখন থেকে বোকার মত দাঁড়িয়ে
তুমি চায়ের কাপ হাতে, ব্যালকনিতে
আমায় নিয়ে ছেলেখেলা করো আবার
আমার পায়ে ঝি ঝি, আমি জ্ঞান হারিয়েছি
কখন যে বৃষ্টি নেমেছে জানি না
তুমি বৃষ্টি ভিজো না ঠাণ্ডা লেগে যাবে
পাগল হলে নাকি আর আমার কি হবে?
তুমি বৃষ্টি ভিজো না ঠাণ্ডা লেগে যাবে
পাগল হলে নাকি আর আমার কি হবে?
আমার যে কি হবে? আমার কি হবে?
আমার যে কি হবে? আমার কি হবে?

দিশেহারা জীবন আনমনা এ মন
এ কি সর্বনেশে চোখ তোমার হরিণী
আমার প্রাণে শুধু মরুভূমি ধুধু
দেখোনা এসে একটি বার ও রঙিনী
দিশেহারা জীবন আনমনা এ মন
এ কি সর্বনেশে চোখ তোমার হরিণী
আমার প্রাণে শুধু মরুভূমি ধুধু
দেখোনা এসে একটি বার ও রঙিনী
তুমি চশমা পরো না, ঐ চোখ ঢেকে যাবে
পাগল হলে নাকি আর আমার কি হবে?
তুমি চশমা পরো না, ঐ চোখ ঢেকে যাবে
পাগল হলে নাকি আর আমার কি হবে?
আমার যে কি হবে? আমার কি হবে?
আমার যে কি হবে?  কি হবে? হে হে

আমি শুধুই উদাস, জলজ্যান্ত লাশ
তোমার কথায় নিয়ে মাথায় সারাদিন
তুমি কেমন মেয়ে দেখো না তাও চেয়ে
হঠাৎ করে ঘরের ভেতরে হও বিলীন
আমি শুধুই উদাস, জলজ্যান্ত লাশ
তোমার কথায় নিয়ে মাথায় সারাদিন
তুমি কেমন মেয়ে দেখো না তাও চেয়ে
হঠাৎ করে ঘরের ভেতরে হও বিলীন
তুমি পর্দা টেনো না, আধাঁর নেমে যাবে
পাগল হলে নাকি আর আমার কি হবে?
তুমি পর্দা টেনো না, আধাঁর নেমে যাবে
পাগল হলে নাকি আর আমার কি হবে?
আমার যে কি হবে? আমার কি হবে? ...

রবিবার, ১৭ এপ্রিল, ২০১৬

আমি-বাপ্পা মজুমদার

জানি,আমার প্রতি তোমার আছে, অনেক অভিযোগ
তবু আমি তোমার কেন্দ্র বিন্দু, আমি মনোযোগ
জানি,আমার প্রতি তোমার আছে, শতেক অভিযোগ
তবু আমি তোমার সরল অংক, আমি যোগ বিয়োগ।

জানি,আমার প্রতি তোমার আছে, অনেক অভিযোগ
তবু আমি তোমার সুখের বিলাস, আমি দুর্ভোগ
জানি,আমার প্রতি তোমার আছে, সহস্র অভিযোগ
তবু আমি তোমার বিরাম চিহ্ন, আমি যোগাযোগ।

জানি,আমার প্রতি তোমার আছে, শতেক অভিযোগ
তবু আমি তোমার সরল অংক, আমি যোগ বিয়োগ
জানি,আমার প্রতি তোমার আছে, অনেক অভিযোগ
তবু আমি তোমার সুখের বিলাস, আমি দুর্ভোগ।

জানি,আমার প্রতি তোমার আছে, লক্ষ অভিযোগ
তবু আমি তোমার সুস্থ সময়, আমি তোমার রোগ।

জানি,আমার প্রতি তোমার আছে, শতেক অভিযোগ
তবু আমি তোমার সরল অংক, আমি যোগ বিয়োগ
জানি,আমার প্রতি তোমার আছে, অনেক অভিযোগ
তবু আমি তোমার সুখের বিলাস, আমি দুর্ভোগ।

শুক্রবার, ৮ এপ্রিল, ২০১৬

প্রেমাতাল (বিন্দু আমি)-তাহসান

এ যেন সহজ স্বীকারোক্তি আমি যুগান্তরী নই
এ যেন ভীষন আক্ষেপ আমার আমি দিগ্বিজয়ী নই
শুধু একটাই আশা আমি বুকে জড়িয়ে
রবো সারাটি জীবন তোমায় নিয়ে
কোনো এক নিঃসঙ্গ রোদেলা রাতে দেখেছি
প্রিয়তমা তোমার চোখে মিষ্টি হাসি
কোনো এক দুঃসহ জোছনা দিনে বাতি নিভে গেলে
কড়া নেড়েছি তোমার হাতের ঘরে
কিছু অর্থহীন শব্দ গুনে ডেকেছি তোমায়
প্রেম তুমি কোথায় ??
আ-আআ-আআ-আআ-আআ-আ
বিন্দু আমি তুমি আমায় ঘিরে, বৃত্তের ভেতর শুধু তুমি আছো
মাতাল আমি তোমার প্রেমে , তাই অর্থহীন সবই যে প্রেম লাগে (২)
প্রেম নিয়ে কত শত কবি কত কাব্য করলো
বৃথাই জীবনটা কাদা মাখামাখি করে অশ্রু ঘুম পাড়ালো
ভেবে ছিলাম নিজেকে স্রোতের বিপরীতে একজন
প্রেম নিয়ে মাতামাতি সুধু আধিখ্যেতা
কেন তুমি শোনালে সেই দুষ্টু হাসি
কেন দূর আলাপনের সেই মিষ্টি কবিতা
কেন তুমি শোনালে সেই মিষ্টি হাসি
কেন দূরালাপনের সেই মিষ্টি কবিতা
আজ শিকল পরিয়ে আমার চোখে তুমি প্রেম আঁকছ
কাঁদতে পারছিনা আমি
ই-ইই-ইইই-ইইই-ইইই-ই
বিন্দু আমি তুমি আমায় ঘিরে, বৃত্তের ভেতর শুধু তুমি আছো
মাতাল আমি তোমার প্রেমে, তাই অর্থহীন সবি যে প্রেম লাগে
বৃহস্পতির বলয় ঘিরে
শনিতে আজ আমি পৌছে গেছি
তোমার প্রেমে পাগল হয়ে পাগলামির ভাবসম্প্রসারণ করেছি
বিন্দু আমি তুমি আমায় ঘিরে, বৃত্তের ভেতর শুধু তুমি আছো
মাতাল আমি তোমার প্রেমে, তাই অর্থহীন সবই যে প্রেম লাগে

সোমবার, ৪ এপ্রিল, ২০১৬

তোমায় ঘিরে-তাহসান (অ্যালবাম-উদ্দেশ্য নেই)

তোমায় ঘিরে যে ভাল লাগা
হয়নি বলা ভাষায়
হাজার ভিড়ের মাঝে খুঁজে পাওয়া
সেই তুমি আজ কোথায়?
তোমাকে নিয়ে সেই স্মৃতিরা
শুধু খুঁজে ফেরে আমাদের
কি যেন কি ভেবে আছো সুদূরে
এসো না ফিরে হৃদয়ে
সময় জুড়ে শুধু শুন্যতা
নীরবে ছুঁয়ে থাকে
ভুলেও আমি ভাবিনি হারাবো
কখানো তোমায় এভাবে
তোমাকে নিয়ে স্বপ্নগুলো
আজও খুঁজে ফেরে আমাদের
কি যেন কি ভুলে হারিয়ে গেলে
এসো না ফিরে হৃদয়ে।
মনের আকাশে মেঘের ভেলায়
বেদনা বৃষ্টি ঝরে
এত কাছে ছিলে তবুও
পাইনি কেন তোমায় বোঝাতে
তোমাকে নিয়ে স্বপ্নগুলো
আজও খুঁজে ফেরে আমাদের
কি যেন কি ভেবে হারিয়ে গেলে
এসো না ফিরে হৃদয়ে

আলো-তাহসান (অ্যালবাম-ইচ্ছে)

তুমি আর তো কারো নও শুধু আমার
যত দূরে সরে যাও রবে আমার
স্তব্ধ সময়টাকে ধরে রেখে
স্মৃতির পাতায় শুধু তুমি আমার
কেন আজ এত একা আমি
আলো হয়ে দূরে তুমি
আলো আলো আমি কখনো খুঁজে পাবনা
চাঁদের আলো তুমি কখনো আমার হবে না
রোমন্থন করি ফেলে আশা
দৃশ্যপট স্বপ্নে আঁকা
লুকিয়ে তুমি কোন সুদুরে
হয়তো ভবিষ্যতের আড়ালে
ঘাসের চাদরে শুয়ে একা
আকাশের পানে চেয়ে জেগে থাকা
তবে আজ এত একা কেন
আলো হয়ে দূরে তুমি
আলো আলো আমি কখনো খুঁজে পাবনা
চাঁদের আলো তুমি কখনো আমার হবে না

ফ্রেম বন্দী প্রেম-আর জে রাজু

ফ্রেমটা আছে আগের মতো,ছবিটা সরছে...
তোমার পাশে নেই আমি আজ,নতুন কেউ এসেছে...
সময়ের হাতটি ধরে বদলেছে এই ছবি...
তোমায় নিয়েই লেখা কবিতার আমি তবুও কবি...
পারবে না কেউ পড়তে তোমায়,আমার মতো করে
বুঝবে না কেউ ভাষা তোমার,আছে যা অন্তরে...
অর্থহীন বলে মনে হবে জীবনের সবই
তোমায় নিয়েই লেখা কবিতার আমি তবুও কবি...
...
নিজেকে একা লাগবে যখন প্রতিটি প্রহরে...
অনুভবে আসবো তখন স্মৃতির হাতটি ধরে...
কোন দিগন্তেই অস্ত যাবে,ভালোবাসার রবি...
তোমায় নিয়েই লেখা কবিতার আমি তবুও কবি...

চাঁদের শহরে-দলছুট

চাঁদের শহরে কতবার গিয়েছি চলে...
একটি বার দেখবো বলে...
কোন বাড়িটায় ঘুমাও তুমি...
কোন বাড়িতে জ্বোনাক জ্বলে...

এখনো কি ঘুমাও আমাকে ভেবে...
শহুরে হাওয়ায় খোঁজো আমার জোছনাকে...
কথার তোড়ে ফোটাও গোলাপ ডালে ডালে...ডালে ডালে...

একটি বার দেখব বলে...
কোন বাড়িটায় ঘুমাও তুমি...
কোন বাড়িতে জ্বোনাক জ্বলে...

এখনো কি সুখের স্মৃতিতে হারাও...
আড়ালে দুয়ার খুলে নিজের জন্য গাও...
গানের মেঘে ঝরাও বৃষ্টি দুঃখ ভুলে...দুঃখ ভুলে...

একটি বার দেখব বলে...
কোন বাড়িটায় ঘুমাও তুমি...
কোন বাড়িতে জ্বোনাক জ্বলে...