রবিবার, ১৭ এপ্রিল, ২০১৬

আমি-বাপ্পা মজুমদার

জানি,আমার প্রতি তোমার আছে, অনেক অভিযোগ
তবু আমি তোমার কেন্দ্র বিন্দু, আমি মনোযোগ
জানি,আমার প্রতি তোমার আছে, শতেক অভিযোগ
তবু আমি তোমার সরল অংক, আমি যোগ বিয়োগ।

জানি,আমার প্রতি তোমার আছে, অনেক অভিযোগ
তবু আমি তোমার সুখের বিলাস, আমি দুর্ভোগ
জানি,আমার প্রতি তোমার আছে, সহস্র অভিযোগ
তবু আমি তোমার বিরাম চিহ্ন, আমি যোগাযোগ।

জানি,আমার প্রতি তোমার আছে, শতেক অভিযোগ
তবু আমি তোমার সরল অংক, আমি যোগ বিয়োগ
জানি,আমার প্রতি তোমার আছে, অনেক অভিযোগ
তবু আমি তোমার সুখের বিলাস, আমি দুর্ভোগ।

জানি,আমার প্রতি তোমার আছে, লক্ষ অভিযোগ
তবু আমি তোমার সুস্থ সময়, আমি তোমার রোগ।

জানি,আমার প্রতি তোমার আছে, শতেক অভিযোগ
তবু আমি তোমার সরল অংক, আমি যোগ বিয়োগ
জানি,আমার প্রতি তোমার আছে, অনেক অভিযোগ
তবু আমি তোমার সুখের বিলাস, আমি দুর্ভোগ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন