তুমি চাও রোদ্দুর, আমি চাই আকাশ মেঘলা
খোঁজো পূর্ণিমা, বলি,চাঁদ ডুবে যাক না
ছুটে চল একা দূরে, আমার ইচ্ছে করেনা
দুজনেই দুজনাকে চাই তবুও নিজেদের আজ কেউ চাইনা।
মেলেনা, আজ কিছু মেলেনা
ভালোবাসা বাঁচতে চাওয়া ছাড়া;
এদুটোই মিলে যায়, বসে একা ভাবি তাই
এইকি বেশি না? এইকি বেশি না?
বলো,এইকি বেশি না? আজ এইকি বেশি না?
খোঁজো পূর্ণিমা, বলি,চাঁদ ডুবে যাক না
ছুটে চল একা দূরে, আমার ইচ্ছে করেনা
দুজনেই দুজনাকে চাই তবুও নিজেদের আজ কেউ চাইনা।
মেলেনা, আজ কিছু মেলেনা
ভালোবাসা বাঁচতে চাওয়া ছাড়া;
এদুটোই মিলে যায়, বসে একা ভাবি তাই
এইকি বেশি না? এইকি বেশি না?
বলো,এইকি বেশি না? আজ এইকি বেশি না?
ঘুমন্ত শহর, তুমি আমি জেগে একলা
আমি বলি প্রেম, তুমি বলো বন্ধুত্ব এটা
গল্প চলে এগিয়ে, এইতো আছি বেশ;
ভাবছি নাতো আজ, হলে হোক তা শেষ
মেলেনা, আজ কিছু মেলেনা
ভালোবাসা বাঁচতে চাওয়া ছাড়া
এদুটোই মিলে যায়, বসে একা ভাবি তাই
এইকি বেশি না? এইকি বেশি না?
বলো,এইকি বেশি না? আজ এইকি বেশি না?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন