এক পায়ে নূপুর,তোমার অন্য পা খালি
এক পাশে সাগর,এক পাশে বালি
এক পাশে সাগর,এক পাশে বালি
আমার ছোট তরী,বলো,যাবে কি?
বলবো না,আকাশের চাঁদ এনে দেবো
বলবো না,তুমি রাজকন্যা
শুধু জিগ্যেস করি
দেবে কি পাড়ি,হোক,যত ঝড় বন্যা?
এক পায়ে নূপুর,তোমার অন্য পা খালি
এক পাশে সাগর,এক পাশে বালি
আমার ছোট তরী বলো যাবে কি?
আমার ছোট তরী,বলো,যাবে কি?
নয় মিছে আশা,নয় শুধু ভালবাসা
নই অকারণ প্রেমে অন্ধ
জানি,তুমি আমি আমাদের তরী,আজও এক বন্ধুত্ব
আমার ছোট তরী বলো যাবে কি?
আমার ছোট তরী,বলো,যাবে কি?
চাঁদের আলো আজ
যদি ভাল লাগে,কাল হয়ে যায় ঝাপসা,
আমার এ তরী যদি চলে যায়
ফিরে আর আসবে না,
যত ভালবাসো তারে
দূরে রয়ে যাবে,তুমি জানো না।
এক পায়ে নূপুর,তোমার অন্য পা খালি
এক পাশে সাগর,এক পাশে বালি
আমার ছোট তরী বলো যাবে কি?
আমার ছোট তরী,বলো,যাবে কি?
Harrah's Cherokee Casino & Hotel - MapYRO
উত্তরমুছুনGet directions, reviews and information for Harrah's Cherokee Casino & Hotel in Cherokee, NC. titanium tubing Harrah's Cherokee Casino Hotel 파주 출장마사지 Address. 777 Casino 오산 출장샵 Drive, 동해 출장샵 Cherokee, North Carolina, 제주도 출장샵