সোমবার, ৪ এপ্রিল, ২০১৬

চাঁদের শহরে-দলছুট

চাঁদের শহরে কতবার গিয়েছি চলে...
একটি বার দেখবো বলে...
কোন বাড়িটায় ঘুমাও তুমি...
কোন বাড়িতে জ্বোনাক জ্বলে...

এখনো কি ঘুমাও আমাকে ভেবে...
শহুরে হাওয়ায় খোঁজো আমার জোছনাকে...
কথার তোড়ে ফোটাও গোলাপ ডালে ডালে...ডালে ডালে...

একটি বার দেখব বলে...
কোন বাড়িটায় ঘুমাও তুমি...
কোন বাড়িতে জ্বোনাক জ্বলে...

এখনো কি সুখের স্মৃতিতে হারাও...
আড়ালে দুয়ার খুলে নিজের জন্য গাও...
গানের মেঘে ঝরাও বৃষ্টি দুঃখ ভুলে...দুঃখ ভুলে...

একটি বার দেখব বলে...
কোন বাড়িটায় ঘুমাও তুমি...
কোন বাড়িতে জ্বোনাক জ্বলে...

1 টি মন্তব্য: