তোমায় ঘিরে যে ভাল লাগা
হয়নি বলা ভাষায়
হাজার ভিড়ের মাঝে খুঁজে পাওয়া
সেই তুমি আজ কোথায়?
তোমাকে নিয়ে সেই স্মৃতিরা
শুধু খুঁজে ফেরে আমাদের
কি যেন কি ভেবে আছো সুদূরে
এসো না ফিরে হৃদয়ে
সময় জুড়ে শুধু শুন্যতা
নীরবে ছুঁয়ে থাকে
ভুলেও আমি ভাবিনি হারাবো
কখানো তোমায় এভাবে
তোমাকে নিয়ে স্বপ্নগুলো
আজও খুঁজে ফেরে আমাদের
কি যেন কি ভুলে হারিয়ে গেলে
এসো না ফিরে হৃদয়ে।
মনের আকাশে মেঘের ভেলায়
বেদনা বৃষ্টি ঝরে
এত কাছে ছিলে তবুও
পাইনি কেন তোমায় বোঝাতে
তোমাকে নিয়ে স্বপ্নগুলো
আজও খুঁজে ফেরে আমাদের
কি যেন কি ভেবে হারিয়ে গেলে
এসো না ফিরে হৃদয়ে
Very nice lyrics. Love it.
উত্তরমুছুনKisses
You are welcome to visit my popular post: নিয়মিত চা-পানের ১০টি উপকারিতা